News Feed

Enter your email:


Blogger দ্বারা পরিচালিত.
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

অনার্স ভর্তি
২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভতির্  ফরম প্রিন্ট করে
রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার ময়সীমা ৪ /০২ /২০১৫ থেকে ০৯ /০২ /২০১৫
প্রয়োজনীয় কাগজপত্র ঃ
- ইন্টারনেট হইতে সংগৃহিত অনার্স ভর্তির আবেদন ফরম ৩ কপি।
- ছবি পার্সপোট ৪ কপি। (ছবি পিছনে নাম ভর্তি রোল ও বিভাহ লিখে জসা দিতে হবে)
- অনার্স ভর্তি পরক্ষিার মূল প্রবেশ পত্র।
- এইচ.এস.সি পাসের মূল নম্বর পত্র অফিসে জমা দিতে হবে।
- এস.এস.সি পাসের নম্বর পত্র ফটো কপি ২ কপি করে।
- এস.এস.সি ও এইচ.এস.সি পাসের রেজিস্ট্রেশন কার্ড ফটো কপি ২ কপি করে।
- কলেজ হইতে সংগৃহীত অঙ্গীকার নামা ১ কপি।

* ভর্তি ফরম জমা সময় ঃ সকাল ১০.০০ হইতেদুপুর ১.০০ টা পর্যন্ত শুক্রবার ও শনিবার ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।
ভর্তির টাকা সোনালী ব্যাংক, সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন শাখার ৩৭৯ হিসাব নম্বরে জমা দিতে। ভর্তির সকল কাগজ পত্রাদি অফিসে জমা দিতে হবে।
যোগাযোহ ঃ ০১৭১৮৮২৫৯৮২


                                                                                                                                অধ্যক্ষ
                                                                                                                     ভারপ্রাপ্ত (অতিঃ দায়িত্ব)
                                                                                                                      আবু হাম্মদ বাকীবিল্লাহ
                                                                                                                      সৈয়দ আহম্মদ কলেজ,
                                                                                                                 সুখানপুকুর, গাবতলি, বগুড়া।

সূত্র: ১০(৭৬১)জাতী:বি:/রেজি:/অ্যাকা:/অনলাইন ভতির্  (অংশ)/২০১৪/১০৯৪ তারিখ: ০২ ফেব্রুয়ারী ২০১৫

অনুলিপি:
১। পরিচালক (ভারপ্রাপ্ত), অথর্  ও হিসাব, জাতীয় বিশ্ববিদ্যালয়
২। পরিচালক (ভারপ্রাপ্ত) জনসংযোগ, তথ্য ও পরামশর্  দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৩। সচিব, ভাইস চ্যান্সেলর এর দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৪। সহকারী রেজিস্ট্রার, প্রো-ভিসি (একাডেমিক) দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়

সময় ও তারিখ

অধ্যক্ষ

-অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান
সৈয়দ আহম্মদ কলজে, সুখানপুকুর, গাবতলি, বগুড়া।

রিসেন্ট নোটিশ