News Feed

Enter your email:


Blogger দ্বারা পরিচালিত.
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
সৈয়দ আহম্মদ কলেজটি উত্তরবঙ্গের সর্ববৃহত্তর অনার্স পাঠদানকারী কলেজ। অত্র কলেজে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে তাদের অভিভাবকেরা প্রায় ৮০ ভাগ্ নিরক্ষর ও নিমম্নবৃত্ত পরিবারের। বগুড়া শহর থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত কলেজটিতে ১০ টি বিষয়ে অনার্স কোর্স সহ উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, এইচ. এস সি(বি.এম) ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচ. এস সি ও ডিগ্রী প্রোগাম চালু আছে। এছাড়াও মাস্টার্স কাৱযক্রম চালুর প্রক্রিয়াধীন আছে। কলেজটিতে রাজনীতি ও ধুমপান মুক্ত পরিবেশে পড়াশুনা করানো হয়। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর পাঠদান, সুদক্ষ পরিচালনা পর্ষদের পরিচালনা এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটির ফলাফল অতি সন্তোষজনক।
উত্তরবঙ্গের এ অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এগিয়ে যাক বহুদূর। এই বিদ্যাপীঠের আলোয় উদ্ভাসিত হোক আগামী প্রজন্ম, এই প্রত্যাশা করছি।

সময় ও তারিখ

অধ্যক্ষ

-অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান
সৈয়দ আহম্মদ কলজে, সুখানপুকুর, গাবতলি, বগুড়া।

রিসেন্ট নোটিশ