News Feed

Enter your email:


Blogger দ্বারা পরিচালিত.
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫
অনার্স ভর্তি
১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমা উল্লেখ্য যে, কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভতির্  বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভতির্  নিশ্চিত হবে। তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভতির্  বহাল থাকবে ।
* বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
* বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।
০৪ /০২ /২০১৫ থেকে ০৬ /০২ /২০১৫

                                                                                                        অধ্যক্ষ 
                                                                                            ভারপ্রাপ্ত (অতিঃ দায়িত্ব)
                                                                                             আবু হাম্মদ বাকীবিল্লাহ
                                                                                             সৈয়দ আহম্মদ কলেজ,
                                                                                         সুখানপুকুর, গাবতলি, বগুড়া।


সূত্র: ১০(৭৬১)জাতী:বি:/রেজি:/অ্যাকা:/অনলাইন ভতির্  (অংশ)/২০১৪/১০৯৪ তারিখ: ০২ ফেব্রুয়ারী ২০১৫

অনুলিপি:
১। পরিচালক (ভারপ্রাপ্ত), অথর্  ও হিসাব, জাতীয় বিশ্ববিদ্যালয়
২। পরিচালক (ভারপ্রাপ্ত) জনসংযোগ, তথ্য ও পরামশর্  দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৩। সচিব, ভাইস চ্যান্সেলর এর দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৪। সহকারী রেজিস্ট্রার, প্রো-ভিসি (একাডেমিক) দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়

সময় ও তারিখ

অধ্যক্ষ

-অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান
সৈয়দ আহম্মদ কলজে, সুখানপুকুর, গাবতলি, বগুড়া।

রিসেন্ট নোটিশ