News Feed

Enter your email:


Blogger দ্বারা পরিচালিত.
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪


জনাব সৈয়দ আহম্মদ তাঁর জীবদ্দশায় এলাকার গরীব জনসাধারণের উচ্চশিক্ষা বিস্তারের জন্য ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এম. এল. এ) থাকাকালীন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ১৯৫৮ সালে সামরিক শাসন জারির কারণে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কলেজ প্রতিষ্ঠায় সফলকাম হতে
পারেননি l পরবর্তিতে পুনরায় কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণকালে হঠাৎ ১৯৬৮ সালের ১২ ডিসেম্বর (২১ রমজান) তিনি পরলোক গমন করেন। তাঁর সুচিন্তা ও অত্র এলাকার জনসাধারণের সন্তান-সন্ততিদের উচ্চশিক্ষা লাভের সুযোগ বাস্তবায়নের জন্য মরহুম সৈয়দ আহম্মদ সাহেবের পরবর্তী আয়েশা খাতুন এবং মরহুমের সুযোগ্য সন্তান মরহুম আহম্মদ জগলুল, আলহাজ্ব মোঃ নজবুল হক, আলহাজ্ব মোঃ শহিদুল হক এবং অত্র এলাকার বিশিষ্ট
ব্যক্তি মরহুম শামসুল আলম সরকার, মরহুম আহমদ আলী সরকার, মরহুম আহসান উল্লাহ সরকার, মরহুম ডা. আলীম উদ্দিন প্রাং, মিসেস লতিফা সরকার, মরহুম দবির উদ্দিন প্রাং, মরহুম গোলাম উদ্দিন আকন্দ, মরহুম ডা. মিনহাজ উদ্দিন মন্ডল, মরহুম মোফাজ্জল হোসেন মন্ডল, মরহুম শহিদুল আলম (জুবলু), মোঃ মাহবুবুল হক মন্ডল, মোঃ মাহফুজুল হক মন্ডল, জনাব সালাহ উদ্দিন আহম্মদ, মরহুম সালেক উদ্দিন আহম্মদ, মরহুম খায়রুল আনাম সরকার, মরহুম ফজলুল করিম মন্ডল, মরহুম মাহতাব উদ্দিন সরকার, মরহুম আলহাজ্ব ওসমান গনি মাষ্টার, মরহুম আফজাল হোসেন পাইকার, মরহুম রেজাউদ্দিন আহম্মদ, স্বর্গীয় বিপুলেশ চন্দ্র সরকার, মোঃ জাহাঙ্গীর আলম (রিপু), মোঃ ফজলার রহমান (চাঁন) এবং অন্যান্য ব্যক্তিবর্গের সমবেত প্রচেষ্টায় মরহুম সৈয়দ আহম্মদ সাহেবের স্মৃতিধারক “সৈয়দ আহম্মদ কলেজ” নামে একটি উচ্চ মাধ্যমিক কলেজ ১৯৭০ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় l ১৯৭৬ সালে কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত হয় এবং ১৯৯৮ সালে অনার্স পাঠ দানকারী কলেজে উন্নীত হয় l বর্তমানে কলেজটিতে ১০টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে l এবং আরোও দু-তিনটি বিষয়ে অনার্সসহ ০৩ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর প্রক্রিয়াধীন আছে l  

সময় ও তারিখ

অধ্যক্ষ

-অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান
সৈয়দ আহম্মদ কলজে, সুখানপুকুর, গাবতলি, বগুড়া।

রিসেন্ট নোটিশ