- হোম
- পরিচিতি
- অধ্যক্ষের কথা
- প্রশাসন
- ভর্তি কার্যক্রম
- বিভাগ
- গ্রন্থগার
- ক্রীড়া ও শরীর চর্চা
- আবাসিক হল
- ফলাফল
- পরিবহন
- সহ শিক্ষা কার্যক্রম
- নোটিশ বোর্ড
- গ্যালারী
- অন্যান্য
News Feed
Blogger দ্বারা পরিচালিত.
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
১১:৫৫ AM
|

বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতার লীলাভূমি ঐতিহ্যবাহী নগরী বগুড়ার বাঙালী, করতোয়া, যমুনা বিধৌত মাহীসাওয়ার হযরত শাহ সুলতান বলখী (রহ.) এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমি ঐতিহাসিক পুন্ড্রনগরীর এক প্রান্তে অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ l উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠানটি বগুড়া শহর থেকে ১৮ কি.মি. উত্তরপূর্বে অবস্থিত l নিভৃত পল্লীর সন্তানদের মাঝে
জ্ঞানের আলোক বিস্তারের লক্ষে বিশিষ্ট সমাজসেবক পূর্ব পাকিস্তানের তৎকালীন এম.এল.এ. মরহুম সৈয়দ আহম্মদ এর নামানুসারে তাঁরই সুযোগ্য পুত্র, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ নজবুল হক সাহেব, পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় ১৯৭০ সালে অত্র কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও কালের বিবর্তনে সুদক্ষ পরিচালনা পর্ষদের দিক নির্দেশনা এবং শিক্ষক কর্মচারীদের আন্তুরিকতা ও অক্লান্ত পরিশ্রমে কলেজটি বর্তমানে ১০ টি বিষয়ে অনার্স পাঠদানকারী মহীরূহে পরিণত হয়েছে l যার ছাত্র-ছাত্রী সংখ্যা বর্তমানে ৭০০০ ছাড়িয়ে গেছে l ফলে কলেজটি উত্তরবঙ্গ তথা দেশের বেসরকারি কলেজের মধ্যে মডেল হিসেবে স্থান দখল করেছে l
সময় ও তারিখ
অধ্যক্ষ

-অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান
সৈয়দ আহম্মদ কলজে, সুখানপুকুর, গাবতলি, বগুড়া।