News Feed

Enter your email:


Blogger দ্বারা পরিচালিত.
রবিবার, ১ মার্চ, ২০১৫
                                                              জরুরী নোটিশ

ইন্টারনেটের ধীরগতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রমের অনলাইন রিলিজ স্লিপের আবেদনে সমস্যা হচ্ছে, বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত আছে। উক্ত সমস্যা সমাধানে ডিন,স্নাতকপূব শিক্ষা বিষয়ক স্কুল এবং আইআইসিটি, বুয়েট কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। বিষয়টি বিবেচনায় এনে শিক্ষার্থীদের সুবিধার্থে  রিলিজ স্লিপের আবেদনের সময়সীমা ০৭-০৩-২০১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

                                                                                                  অধ্যক্ষ
                                                                                         সৈয়দ আহম্মদ কলেজ,
                                                                                    সুখানপুকুর, গাবতলি, বগুড়া।


সূত্র: ১০(৭৬১)জাতী:বি:/রেজি:/অ্যাকা:/অনলাইন ভতির্  (অংশ)/২০১৪/১১১৩ তারিখ: ০১ মার্চ  ২০১৫
অনুলিপি:
১। পরিচালক (ভারপ্রাপ্ত), অথর্  ও হিসাব, জাতীয় বিশ্ববিদ্যালয়
২। পরিচালক (ভারপ্রাপ্ত) জনসংযোগ, তথ্য ও পরামশর্  দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয় (ইলেকট্রনিক মিডিয়া ও
     দৈনিক পত্রিকায় প্রকাশেরপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো)
৩। সচিব, ভতির্  ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৪। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ভতির্  ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৫। সচিব, ভাইস চ্যান্সেলর এর দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৬। সহকারী রেজিস্ট্রার, প্রো-ভিসি (একাডেমিক) দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৭। অফিস কপি
                                                                              উপ-রেজিস্ট্রার (অনাসর্)
                                                                          স্নাতকপূব  শিক্ষা বিষয়ক স্কুল
                                                                               জাতীয় বিশ্ববিদ্যালয়

সময় ও তারিখ

অধ্যক্ষ

-অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান
সৈয়দ আহম্মদ কলজে, সুখানপুকুর, গাবতলি, বগুড়া।

রিসেন্ট নোটিশ